Followers

Monday 7 May 2012

1st Year : 3rd Issue : Serial No. : 03



























11 comments:

  1. কি ব্যাপার কাজলদা? সবাই কী এখনো গল্পগুলো পড়ছে? কেউ কোন কথা বলছে না। আমি বরং একটা কন্ট্রোভাসিয়াল টপিক শুরু করি। আচ্ছা, যে কোন গল্পে একটা গপ্প কি থাকতেই হবে? আমি যদি শুধু একটা অনুভূতি প্রকাশ করি লেখায় সেটা কী গল্প হয়ে উঠবে না? আমি পাঠকের দৃষ্টি ফেরাতে চাইছি এই প্রশ্নে।

    তোমার এই সংকলনে কিছু সেরকম লেখা আছে। কিছু লেখা আছে যেখানে সত্যি একটা গল্প আছে। আমি জানতে চাইছি কোন পাঠক কি পছন্দ করেন...

    ReplyDelete
  2. blog-tir nam jehetu jhurogalpo, tai mone hoy lekhagulir modhye golper ros thaka banchhoniyo.. golpokar-to golper modyo diye tar onubhuti prokash korei thaken. kintu sudhu ekti onubhutir lekhochitro mone hoy na golper swad dite pare, tar jonyo to onno madhyom, kobitar kalimati-to royeichhe onubhober swadhin bichoron kshetra,ekhane sokoler kolom-e jothesto soktisali, tai otuku chalenge asakori tara nite parben, amrao 250 sobder modhyei bichitro sob jhuro golper swad pabo,

    ebarer golpo guli porchhi... motamot obosyoi janabo

    ReplyDelete
  3. তর্ক যখন উঠলোই - আমিও কিছু বলি! গল্প - শব্দটাই আমার কাছে বিশেষ। একটি আকর বা মণ্ড, সেটিকে ছাঁচে ফেলে বা হাতের চাপে চেপেচুপে - হাত বানাই, পা বানাই, কান মুখ ঠোঁট, শ্বদন্ত বা গজদন্ত। এইবার এই আকারে ঢালি রং। সেটা থ্যাবড়া ধ্যাবড়া করেও হতে পারে, আবার তুলি বুলিয়ে সূক্ষ করেও। রং সমাজের, কিম্বা প্রেম-বঞ্চনার বা রাজনীতির - যা খুশি হতে পারে। ব্যক্তিগত চাহিদা, দর্শন, আক্রোশ - যা খুশি, যা খুশি। কিন্তু, সেটা একটা পরিস্ফুট অবয়ব...। হয়ত এইটুকু পার্থক্য কবিতার সঙ্গে থাকাটা কাম্য। কবিতার আকরটি আকার পায় সম্পূর্ণ কবির ব্যক্তিগত অনুভূতি নিয়ে, রঙের টান পরিস্ফুট না হলেও চলে...পাঠক কি বুঝলেন বা বুঝলেন কিনা আদৌ - সে দায়বদ্ধতা অনেক শিথিল থাকে। তাই সকলে সফল কবি হতে পারে না! অতখানি গভীরতা বা বিচরণভূমি থাকা জরুরী। কিন্তু গল্পের ক্ষেত্রে দায়বদ্ধতা থাকে - কী বোঝাবো, কেন বোঝাবো, সঠিক পৌঁছুলাম কিনা ! ইঙ্গিতবাহী, গবেষণাধর্মী লেখা স্বাগতম। কিন্তু, একমাত্রিক অনুভূতি নিয়ে কিছু অধরা অস্পষ্ট আঁকিবুকি ডাইরির পৃষ্ঠা হতে পারে, রম্যরচনা হতে পারে - চরিত্ররা কথা না বললে, পাঠক সেখানে নিজেকে খুঁজে না পেলে তা সার্থক গল্প হয়ে এ কথা আমার মনে হয় না।

    SRABANI DASGUPTA.

    ReplyDelete
  4. porchhi...
    khub bhalo laglo yosodhora roychowdhury, bhalo legechhe Debotosh Das-er lekhati, onupom mukhopadhyay.... r o kichhu

    torko prosonge:
    torko korar jogyotay ami khub ekta somriddho noi, porte bhalo lage, likhte bhalo lage, amar lekha karur bhalo legechhe jante parle r o bhalo lage, amar sudhu etukui mone hoy sob bhalolaga lekha golper moto lage na, ekhaneo temon kichhu lekha aachhe, sobkichhui sompadokder upor nirbhor korchhe onara kidhoroner lekhar upor pradhanyo deben... tobe sudhu golper ekta blog thakle mone hoy mondo hoy na

    PINAKI SEN

    ReplyDelete
  5. আমি তো খেয়াল রাখতেই পারি না আমি গল্প লিখছি ... গল্পের মতো করে লিখতে হবে ... কিছু একটা লিখে ফেলি ... হয়তো ওই সময়টা কবিতাকে দিলেও ... কিছু একটা লিখে ফেলতাম

    ReplyDelete
  6. সৌমিত্র, খুব ভালো বললে...গল্পে গপ্প ব্যাপারটা...তবে আমার কাছে যে সব গল্পগুলো once upon a time ধারাবাহিকতা থেকে একটু আলাদা সেগুলোই ভালোলাগে বেশি...অদ্ভুতভাবে এই সংখ্যায় তেমনই কিছু গল্প আছে...
    আর অনুভূতি প্রকাশ ও গল্প দুটো বোধহয় reciprocal...তবে গল্পের আকার নিয়ে একটা দ্বিধা ছিল...এখন আর নেই মানে মিনিসাগার সাথে আলাপ হওয়ার পর সব দ্বন্দ্বই মিটেছে...
    কাজলদার এই প্রয়াসটা সত্যি সুন্দর...যেখানে সব সাইটে কবিতা দেওয়া নিয়ে হুটোপুটি সেখানে এটি সম্পূর্নভাবে আলাদা...তবে এবারের সংখ্যাটা শব্দসংখ্যায় না বাঁধার ফলে ছোট, মাঝারি বিভিন্ন রকমের আকার নিয়ে ফেলেছে...আগের ফরম্যাটটা বোধহয় বেশি ভালো ছিল...
    ঝর্না বিশ্বাস

    ReplyDelete
    Replies
    1. apnar golpoti porechhi, 'somporko' bhalo legechhe

      apnar songe ami ekmot, onno site-e jekhane kobita deoar hurohuri, sekhane eti obosyoi ekti ononyo proyash,satyi-e sudhu nirvejal golper ekti blog hole boro bhalo hoy, 'MINI SAGA' akare jokhon golpo lekha sombhob, tokhon ekhane to 250 sobdo, jadio manchhi khub kothin, lekhok hisebe jadio ba sadhye na kulay,kintu pathok hisebe to sombriddho hobo...

      bhalo legechhe 'lean taap'

      Delete
  7. KHUB BHALO UDYOG.

    Sharmistha De Basu
    Kolkata

    ReplyDelete
  8. Apnader ei prochesta ke sagato janai.

    Rishindra Ghosh

    ReplyDelete
  9. মাননী সম্পাদক, আপনাদের এই ব্লগ-এর আমি নিয়মিত পাঠিকা। এবারে তর্কের আভাস দেখে ভেবেছিলাম হয়ত কিছু আলোচনা থাকবে। বৃষ্টি যথেষ্ট হলো না দেখতে পেলাম। আমার মনে হয় প্রতি গল্পের নীচে মতামত লেখার নিজস্ব জায়গা থাকলে assessment-ভিত্তিক মতামত দিতে সুবিধে হত। সে যাই হোক, অনেক সময় ও ধৈর্য নিয়ে আমি লেখাগুলো পড়লাম। ভালো লাগা গল্পগুলোর একটি ক্রমিক তালিকা দিলাম। ১)চিত্রনাট্য, ২)ঝগড়ানিকেতন, ৩)কমলেশ ও কলাবতীর দেশ ৪)বহুতল, ৫)লীণতাপ, ৬)সম্পর্ক, ৭)খোক্কস, ৮)তীব্র নিষাদ।
    আর দুয়েকটি অতি সরলভাবে লেখার চেষ্টা - যেন শিক্ষানবিশী চলেছে। বাকি সবগুলো সম্পর্কে আমার প্রতিক্রিয়া এক সুপণ্ডিত বিদগ্ধজনের উক্তিতে উল্লেখ করতে চাই - "কেউ বলছেন, গল্র গল্প করে আর মড়া কান্না গাইতে হবে না। আমরা এসে গেছি। আমরা গল্পে গল্প দেব না। এমন একটা জিনিস দেব, যা কি না আপনাকে ভাবাবে। বেকুণ্ঠ তাতে রাজি। সে কয়েকটি গল্প পড়ে দেখল। পড়ে তার রাগ আনন্দ কোনো প্রতিক্রিয়াই হল না। মনে হল - অপুষ্ট - অকালে ভূমিষ্ট কিছু গদ্যের বাচ্চা।"(শ্যামল গঙ্গোপাধ্যায়......মহাকাল মেলের প্যাসেঞ্জার।) ভেবে দেখার অনুরোধ রাখলাম। কাজে লাগতেও পারে।

    শ্রীমতী লাহিড়ী,
    কলকাতা।

    ReplyDelete